বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
হিলি স্থলবন্দরে সড়কের বেহাল দশা 

ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ না করার হুঁশিয়ারি চালকদের 

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি 

ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ না করার হুঁশিয়ারি চালকদের 

হিলি সীমান্তের জিরো পয়েন্ট হতে পানামা পোর্ট লিংক লি. এর গেট পর্যন্ত স্থলবন্দরের প্রধান সড়ক সংস্কার না করলে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ না করার হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় ট্রাকচালকরা। 

ভারতীয় আমদানি-রপ্তানিকারকরা সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে।

ভারত হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাজেশ আগরওয়াল স্বাক্ষরিত গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক চিঠির মাধ্যমে এমন হুঁশিয়ারি দিয়ে বাংলাহিলি কাস্টসম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। 

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌরময়র জামিল হোসেন চলন্ত জানান, ভারতীয় ব্যবসায়ীরা চিঠি দিয়ে স্থলবন্দরের প্রধান সড়কটির বেহাল দশার কথা জানিয়েছেন। 

সড়কটি সংস্কার না করলে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ না করার ঘোষণার কথা জানিয়েছেন। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবো। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা চলছে।

ভারতীয় ব্যবসায়ীরা চিঠিতে উল্লেখ করেন, হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেটের রেললাইন থেকে পানামা হিলি পোর্ট লিংক গেট পর্যন্ত সড়কটি এতটাই ক্ষতিগ্রস্ত শোচনীয় বেহাল অবস্থা যে, চালক ও সহকারীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক চালাচ্ছেন। প্রতিদিন একাধিক পণ্যবাহী ট্রাক চলাচল করতে গিয়ে উল্টে যায়। 

মাঝেমধ্যে বিকল হয়ে পড়ে। এতে ট্রাকের যেমন বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে, তেমনি চালক ও সহকারীরা আহত হচ্ছেন। ফলে দুই দেশের পণ্য আমদানি-রফতানি ব্যাহত হচ্ছে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে সড়কটি পুনর্নির্মাণ না করলে পণ্যবোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে আসবেন না তারা।

টিএইচ